Sunday, April 1, 2012
শুরূ করুন আউটসোর্সিং
Raisul Mushfeq
Sunday, April 01, 2012
আউটসোর্সিং কী দিয়ে বা কী ভাবে শুরু করব? এটা প্রয় সকলেরই প্রশ্ন। এই ব্লগ যেহেতু নতুনদের সাহায্যের জন্য তাই এখানে শুধু সহজ দিকগুলিই আলোচনা করা হবে। আউটসোর্সিং শুরু করার জন্য প্রথমত কম্পউটার সম্মন্ধে এবং ইন্টারনেট বিষয়ে সাধারন ধারনা থাকলেই চলবে। তবে যত ভালো ধারনা থাকবে তত সুবিধা। বর্তমানে আউটসোর্সিং এ সহজ কাজগুলির মধ্যে পেইড টু ক্লিক (পিটিসি), মেইল রিভউ, সার্ফিং, সার্ভে, পেইড টু সাইন আপ, ফেসবুক লাইকিং, কমেন্টিং, টুইটার ফলোইং, সেয়ারিং, এফিলিএট মার্কেটিং, ব্লগিং ইত্যাদি উল্লেখ যোগ্য। এসব ক্ষেত্রে কাজ করার মাধ্যমে অতি সহজেই আপনি অর্থ উপার্জন করতে পারবেন।এছাড়া আপনি নিজের ওয়েবসাইট, ব্লগ বা সাবডোমেইন থেকেও আয় করতে পারবেন। পরবর্তি পোস্ট সমুহে এ সকল বিষয়ের ওপর বিস্তারিত আলোচনা করা হবে ইনশাআল্লাহ।
About the Author
Raisul Mushfeq / Author & Editor
I am currently a student. Living in Bangladesh
1 Comments:
Write more useful thanks
Post a Comment