Sunday, March 11, 2012
IP address কি?
Raisul Mushfeq
Sunday, March 11, 2012
প্রত্যেকের মোবাইলের একটি নির্দিষ্ট নাম্বার থাকে, যেটি স্বতন্ত্র। পৃথিবীতে আপনার নাম্বার আর দ্বিতীয়টি নেই। তেমনি আইপি-এর অর্থ হল ইন্টারনেট প্রটোকল। যার মাধ্যমে প্রত্যেকটি কম্পিউটার বা ল্যাপটপ একটি নির্দিষ্ট নাম্বার দ্বারা চিহ্নিত। সারা পৃথিবীতে আপনি এই আইপি দ্বারা ইন্টারনেট ব্যবহার করতে পারছেন। এই আইপি ঠিকানার মাধ্যমেই সব ধরনের সাইবার অপরাধ, ইন্টারনেটে হুমকি, তথ্য আদান প্রদানের প্রমাণ এমনকি কম্পিউটারের অবস্থান শনাক্ত করা হয়। http://ip-address.cc এই সাইটের মাধ্যমে আপনি আপনার আইপি ঠিকানাটি জেনে নিতে পারেন।
About the Author
Raisul Mushfeq / Author & Editor
I am currently a student. Living in Bangladesh
0 Comments:
Post a Comment