Sunday, March 11, 2012

Download ও Upload কি?

Raisul Mushfeq
কোনো ফাইল (অডিও, ভিডিও, ডকুমেন্ট ইত্যাদি) সার্ভার থেকে (সহজভাষায় কোনো সাইট থেকে) কম্পিউটারে লোড করা বা নামানোকে ডাউনলোড বলে। কোনো কম্পিউটার থেকে কোনো ফাইল সার্ভারে পাঠানোকে বলা হয় আপলোড। ফাইলের সাইজ যত বড় হয়, ডাউনলোড বা আপলোডের ক্ষেত্রে সময় তত বেশি প্রয়োজন হয়। তবে এই সময়টি সব কম্পিউটারের ক্ষেত্রে নির্দিষ্ট নয়। ইন্টারনেটের স্পিডের উপর সময় নির্ভর করে।

About the Author

Raisul Mushfeq / Author & Editor

I am currently a student. Living in Bangladesh

0 Comments:

Post a Comment