Monday, January 2, 2012
লায়ন মিডিয়া বিডি সম্পর্কে অভিমত
Raisul Mushfeq
Monday, January 02, 2012
______________অধ্যাপক ড. ইনামূল হক সাবেক ডিন, প্রকৌশল অনুষদ, বুয়েট নতুন প্রজন্মের ছাত্রছাত্রীদের প্রয়োজনীয়তা বিবেচনা করে লায়ন মিডিয়া নতুন আঙ্গিকে ইন্টারনেট এর সাহায্যে পরীক্ষার্থীদের পরিপূর্ণ প্রস্তুতির সুযোগ প্রদান করছে।পরীক্ষার্থীদের জন্যে লায়ন মিডিয়ার এই সময়োপযোগী ও অত্যাধুনিক উদ্যোগ গ্রহণ করাকে আমি সবসময় অভিনন্দন জানাই । _____________প্রফেসর ড. মোঃ সদরুল আমীন সাবেক ডিন, কৃষি অনুষদ হাজী মোঃ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর লায়ন মিডিয়া এবার এস.এস.সি সহায়ক ওয়েবসাইট প্রকাশ করেছে। লায়ন মিডিয়া সব সময় শিক্ষার্থীদের কথা বিবেচনা করে থাকে। শিক্ষার্থীদের জন্যে লায়ন মিডিয়ার আধুনিক উদ্যোগের সাফল্য কামনা করছি।
About the Author
Raisul Mushfeq / Author & Editor
I am currently a student. Living in Bangladesh


0 Comments:
Post a Comment